বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ আর পিছাবে না বাংলাদেশ। তাঁর দূরদর্শী নেতৃত্বের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর সরকার দেশকে শতভাগ বিদ্যুৎয়ানের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।
শনিবার সকালে শরীয়তপুরের নাড়িয়ার চাকধ এলাকায় ১০ এমভিএ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করে ২০ এমভিএ’তে উন্নতিকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো: ছোহরাব আলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ইউএনও জয়ন্তী রূপা রায়, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমূখ।
পরে তিনি নড়িয়া অসহায় ও দুস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন।
Leave a Reply