মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১, ০১:২১ পূর্বাহ্ন
জাজিরার শিল্পপতি এস.এম সুলতান আহমেদ সিকদার মানুষের কল্যাণে কাজ করে চলছেন
স্টাফ রিপোর্টার:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী সিকদার পরিবারের অন্যতম কর্ণধর, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব এস.এম সুলতান আহমেদ সিকদার বড় গোপালপুর-জাজিরা সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে চলছেন।
জানা যায়, এস.এম সুলতান আহমেদ সিকদার মানুষের যে কোনো বিপদে আপদে এগিয়ে যায়। তিনি গরিব-দুঃখী মানুষেরও হৃদয়ের স্পন্দন। এজন্য বড় গোপালপুর, জাজিরা উপজেলা ও শরীয়তপুর জেলা সহ দেশ ব্যাপী তাঁর সুনাম ছড়িয়ে পড়েছে। তিনি করোনা সংকটের প্রথম থেকে নিজে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। তার পরিবারের অন্যান্য সদস্যারাও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এব্যাপারে এলাকার জনগণ বলেন, এস.এম সুলতান আহমেদ সিকদার দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। আমরা অতীতে তাঁর সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।
এব্যাপারে এস.এম সুলতান আহমেদ সিকদার বলেন, আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
Leave a Reply