সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বঙ্গবন্ধু ঢাকা বিভাগীয় কাবাডি প্রতিযোগিতা-২০২০” এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২০) বিকালে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও শরীয়তপুর জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ লাইন্সে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মিজানুর রহমান, তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
অনল কুমার দে।
এ সময় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ, ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সদর উপজেলা টিম বনাম ডামুড্যা উপজেলা টিম। খেলায় সদর উপজেলা টিম জয় লাভ করে
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের জেলা পুলিশ, শরীয়তপুরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply