রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:০৯ অপরাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম মহাসচিব হয়েছেন, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম মোস্তফা মাদবর। সম্প্রতি বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৫৭ সদস্য বিশিষ্ট কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়। মঙ্গলবার তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন। এ কমিটির সভাপতি হলেন, ঢাকার বসুন্ধারার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাবুল ও মহাসচিব হলেন, কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আবু বকর।
জানা যায়, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা মাদবর এছাড়াও শরীয়তপুর জেলা ইটভাটা মালিক সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক, জেলা যুবলীগের শ্রম বিষয়ক সম্পাদক।
এদিকে গোলাম মোস্তফা মাদবর’কে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম মহাসচিব করায় তিনি সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবুল ও মহাসচিব আলহাজ্ব আবু বকর সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে গোলাম মোস্তফা মাদবর বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম মহাসচিব হওয়ায় তাকে তাঁর শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনিও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply