সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও ও বিসিক সহ বিভিন্ন সংস্থার সার্বিক সহযোগীতায় বিজয় মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০১৯) বিকালে শরীয়তপুর পৌরসভা চত্বরে এ বিজয় মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এড. রওশন আরা বেগম, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট শিফাত নাহার সুমী। স্বাগত বক্তব্য রাখেন, গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আফসানা আহমেদ। সভাপতিত্ব করেন, বিসিকের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ও সঞ্চালনা করেন সাংবাদিক মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন শাওন, নারীনেত্রী পারভীন জাগরণ, রোজি বেগম, জুলিয়া প্রমূখ।
এব্যাপারে গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আফসানা আহমেদ বলেন, গ্রামীণ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও বিসিক সহ বিভিন্ন সংস্থার সার্বিক সহযোগীতায় গ্রামীণ উদ্যোক্তাদের নিয়ে শরীয়তপুরে বিজয় মেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই মেলা ২৫ থেকে ৩০ ডিসেম্বর প্রযর্ন্ত চলবে। আমি এই মেলায় সকলকে আমন্ত্রণ জানাই। আর প্রধান অতিথি শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এই মেলার উদ্বোধন করায় তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া অন্যান্যা অতিথি সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
Leave a Reply