শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর বটতলা উন্নয়ন সংঘের উদ্যোগে ১নং ওয়ার্ডের ৩টি গ্রামের রাস্তায় শতাধিক বৈদ্যুতিক বাতি দিয়ে আলোকিত করা হয়েছে। সম্প্রতি সমাজ সেবামূলক এ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুসল্লী ওমর ফারুক সহ এই সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো ইউনিয়নে এ কার্যক্রমের আওতায় আনা হবে জানিয়েছেন উদ্যোক্তারা। সরেজমিনে গিয়ে ও রাজনগর বটতলা উন্নয়ন সংঘের নেতৃবৃন্দের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, রাজনগর বটতলা উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক মুসল্লী ওমর ফারুক, সভাপতি মরাজন নকিবর, সহ-সভাপতি নুর হোসেন মুসল্লী, সুমন মুসল্লী, সাধারন সম্পাদক শ্যামল খান, সহ-সাধারন সম্পাদক দেলোয়ার মুসল্লী, নুরুল হক নকিব, সাংগঠনিক সম্পাদক রিপন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম মুসল্লী, ছাত্রনেতা আতিকুর রহমান নকিব প্রমূখ।
এ ব্যাপারে রাজনগর বটতলা উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক মুসল্লী ওমর ফারুক বলেন, রাজনগর ইউনিয়নের রাজনগর বটতলা উন্নয়ন সংঘের উদ্যোগে ১নং ওয়ার্ডের ৩টি গ্রামের রাস্তায় শতাধিক বৈদ্যুতিক বাতি দিয়ে আলোকিত করেছি। পর্যায়ক্রমে পুরো ইউনিয়নে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
স্থানীয় অনেকেই বলেন, রাজনগর বটতলা উন্নয়ন সংঘের কার্যক্রম খুবই প্রশংসনীয়। এই সংঘের ব্যতিক্রর্মী কার্যক্রমে আলোকিত হচ্ছে এলাকা। আমরা এর সাফল্য কামনা করছি।
Leave a Reply