বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
শরীয়তপুরের সখিপুরের ডিএমখালীতে ১০ এমভিএ উনডোর টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে ডিএমখালী ইউনিয়নের ইয়াকুব আলী বেপারী কান্দি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক আতিকুর মানিক সরকার, ডিএমখালী ইউপির চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন মাদবর, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ফিরুজ খান, ডিজিএম দেলোয়ার হোসেন খান, নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম মালত প্রমূখ। অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply