সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে বিকাশ ডিস্ট্রিবিউটর বি.বি ফাইন্যান্সের উদ্যোগে বর্নাঢ্য র্যালী করা হয়েছে। রবিবার সকালে শরীয়তপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে এ র্যালী বের করা হয়। র্যালীতে অংশগ্রহণ করেন, বিকাশের টেরিটোরি ম্যানেজার আবিদুর রহমান, বি.বি ফাইন্যান্সের জেনারেল ম্যানাজার জাকির হোসেন সুমন সিকদার, ম্যানেজার শাখাওয়াত, ইমরান,নজরুল,আশিক,রিয়াজুল,জুয়েল,আকাশ,রয়েল,জুবায়ের সহ বি বি ফাইন্যান্সের সকল কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালী শেষে আয়োজকরা জানান, লাইফ সিম্পল করার সব সার্ভিস আর অফার নিয়ে এসে গেছে নতুন বিকাশ অ্যাপ! তারই আলোকে বর্নাঢ র্যালীর আয়োজন করে বি.বি ফাইন্যান্স।
আজই ডাউনলোড করে অ্যাপ থেকেই নিজের বিকাশ একাউন্ট খুলুন।
আর একাউন্ট খুলে প্রথম পাবেন ১০০ টাকা বোনাস এবং প্রথম বার ২৫ টাকা রিচার্জে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক। তাছাড়া ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ১৫ টাকা এবং সেন্ড মানি ও পে বিল এ কোনো চার্জ নেই। বিকাশ অ্যাপ ডাউনলোড/আপডেট করতে ভিজিট: http://bka.sh/dnldfbcta
* উপযুক্ত গ্রাহক বোনাস/ক্যাশব্যাক পাবেন পরবর্তী কার্য দিবসের মধ্যে।
* অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।
Leave a Reply