রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৩:০৯ অপরাহ্ন
খেলাধুলা সুখ-শান্তি ও সুস্থতা দেয় : আলহাজ্ব মো: আনোয়ার হোসাইন খান
পন্ডিতসার ডে-নাইট সটপিছ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল
খেলায় চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসাইন খান
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গমাানিক ইউনিয়নে পন্ডিতসার ডে-নাইট সটপিছ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসাইন খান। উদ্বোধক ছিলেন, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ শাজাহান সিকদার।
বিশেষ অতিথি ছিলেন, ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ লিটন মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, সদস্য অমিত পাল, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নিজামুল করিম, আওয়ামীলীগ নেতা ইমরান হাওলাদার, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর তপাদার, দপ্তর সম্পাদক মোঃ মোজাফফর তপাদার, নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল মীর মালত, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম তপাদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দেওয়ান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য কামাল লাকুরিয়া, আওয়ামীলীগ নেতা জমির দেওয়ান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য জনি আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ্ব মো: আনোয়ার হোসাইন খান বলেন, খেলাধুলা সুখ-শান্তি ও সুস্থতা দেয়। আমি মনে করি খেলাধুলা সবার জন্য। স্কুলজীবনের শুরু থেকেই মাঠে যাওয়া উচিত, খেলা উচিত। পুরো জাতিকে খেলোয়াড় বানানোর কথা বলছি না। আমি বলছি সুস্থ থাকার কথা। খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলেমেয়েকে দেখি আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে তো হবে না। এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত। কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখ-শান্তিও দেয়। আমরা পুরো জাতি খেলোয়াড় হতে পারব না। কিন্তু একটা সুখী জাতি তো আমরা হতেই পারি।
Leave a Reply