মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
এ্যাড. মঈনুল ইসলাম অদুদ শরীয়তপুর জেলা আইনজীবী
সমিতির সহ-সাধারণ সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থী
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কৃতি সন্তান, শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী, তরুন সমাজ সেবক এবং শিক্ষানুরাগী এ্যাডভোকেট মঈনুল ইসলাম অদুদ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২১ ইং এ সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বীতায় করছেন। তিনি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সকল সম্মানিত বিজ্ঞ সদস্যদের কাছে তাঁদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছেন।
এব্যাপারে এ্যাডভোকেট মঈনুল ইসলাম অদুদ বলেন, আমি সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সদস্যদের কাছে তাঁদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি। এছাড়াও আমি সারাজীবন আইনজীবী সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি, আমিন।
জানা গেছে, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২১ ইং এর নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চুড়ান্ত প্রার্থীগণের নামের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন পদে লড়ছেন (প্রতিদ্ব›দ্বীতা করছেন) যারা, সভাপতি ১টি পদে ২জন; এ্যাড. মো: মতিউর রহমান ও এ্যাড. মো: জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ১টি পদে ৩ জন; এ্যাড. অমিত ঘটক চৌধুরী, এ্যাড. মো: আলমগীর হোসেন হাওলাদার ও এ্যাড. শাহাদাত হোসেন, সহ-সভাপতি ১টি পদে ২জন; এ্যাড. ছায়েদুর রহমান (সাইদ) ও এ্যাড. জালাল আহমেদ (সবুজ), সাধারণ সম্পাদক ১টি পদে ২জন; এ্যাড. মো: তাজুল ইসলাম ও এ্যাড. মো: আবু সাঈদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ১টি পদে ৩জন; এ্যাড. মো: কবির হোসেন, এ্যাড. মৃধা নজরুল কবির ও এ্যাড. আসাদুজ্জামান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক ১টি পদে ৩জন; এ্যাড. আসিফ হোসেন সেজান, এ্যাড. নুরুল হক, এ্যাড. মঈনুল ইসলাম অদুদ, অর্থ সম্পাদক ১টি পদে ২জন; এ্যাড. আবুল কাশেম সরদার ও এ্যাড. আলী আহাম্মদ খান, সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে ২জন; এ্যাড. মাসুদুর রহমান ও এ্যাড. মনোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক ১টি পদে ১জন; এ্যাড. সেলিম আহমদ (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), অডিটর ১টি পদে ২জন; এ্যাড. শহীদুজ্জামান সিকদার ও এ্যাড. এম.এম মনিরুজ্জামান ইমরান, সদস্য ৫টি পদে ৮জন; এ্যাড. মনিরুজ্জামান খান (দিপু), এ্যাড. জসীম উদ্দিন, এ্যাড. মেহেদী মান্নান হামিদী, এ্যাড. মো: জুলফিকার আলী, এ্যাড. রাশিদা মির্জা, এ্যাড. মো: এনামুল হক (এনাম), এ্যাড.
Leave a Reply