শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩১ অপরাহ্ন
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন, সখিপুর থানা যুব মহিলালীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুর থানা মহিলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সখিপুরের হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে এক কর্মী সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। এতে সোনিয়া নাসিরকে সভাপতি ও তানজিলা তিষাকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একমিটির অনুমোদন করেন, জেলা যুব মহিলালীগের আহবায়ক ফাতেমা আক্তার শিল্পী, যুগ্ম আহবায়ক আকলিমা খাতুন বাবলী ও শাহিনা আক্তার।
এদিকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপরদিকে, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকেও দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply