বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
এ্যাড. শাহিদা রহমানের প্রযোজনায় বিশেষ নাটক “মন কেমনের দিন”
বৈশাখী টিভি’তে ১২ ফেব্রুয়ারী রাত ৮.৩০ টায় প্রচারিত হবে !
বিনোদন রিপোর্ট :
ফালগুনের আগমনে বৈশাখী’র বিশেষ নাটক মন কেমনের দিন। এস.আর মাল্টিমিডিয়া নিবেদিত ও এ্যাড. শাহিদা রহমান এর প্রযোজনায় বিশেষ নাটক “মন কেমনের দিন” ১২ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার রাত ০৮.৩০ টায় জনপ্রিয় চ্যানেল বৈশাখী টিভি’তে প্রচারিত হবে।
রচনায় ফারিয়া হোসেন। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আনিসুর রহমান মিলন, রিতা ফারিয়া রিচি, সোলায়মান এবং সাবাহ শারিকা। ডোপ সুজন মাহমুদ, এডিটর সোভন সরকার, এড শুভ্রাতা মিত্রা এবং মাইনুল ওয়াজেদ রাজিব, দ্বিতীয় এড অনন্য প্রথিক চৌধুরী। প্রযোজক এ্যাড. শাহিদা রহমান।
এব্যাপারে এস.আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের স্বত্বাধিকারী এ্যাড. শাহিদা রহমান বলেন, প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলকে ১২ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার রাত ০৮.৩০ টায় জনপ্রিয় চ্যানেল বৈশাখী টিভি’তে বিশেষ নাটক “মন কেমনের দিন” দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভকামনা রইলো।
Leave a Reply