বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ন
চসিকে আ. লীগের মেয়র প্রার্থী রেজাউলের পক্ষে শাহজাদা মহিউদ্দিন ব্যাপক গণসংযোগ
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাদা মহিউদ্দিন ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে চলছেন। প্রতিদিনের ন্যায় বুধবার নগরীর ৪২ নং ওয়ার্ডে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন তিনি। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে শাহজাদা মহিউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। আমরা নৌকাকে বিজয়ী করতে বদ্ধপরিকর। আর নৌকা কিভাবে তীরে ভিড়াতে হয় জননেত্রী শেখ হাসিনা ও আমরা তা ভালো করেই জানি। তাই সকলেই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকাকে বিজয়ী করবে।
Leave a Reply