বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
শরীয়তপুরে প্রবীণ হিতৈষী সংঘের
উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী ২০২১) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি ও শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, সহ-সভাপতি মজিবুর রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সামাদ বেপারী, অর্থ সম্পাদক অনিক ঘটক চৌধুরী, অধ্যক্ষ আলী হোসেন, এ্যাড. মির্জা হজরত আলী, এ্যাড. মতিউর রহমান, এ্যাড. রাশেদুল হাসান, এ্যাড. তাজুল ইসলাম, এ্যাড. আনোয়ার হোসেন, এ্যাড. আলী আহমদ, খালেকুজ্জামান, আমির হোসেন সহ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাগেছে, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর জেলা শহর সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০০ টি শীতবন্ত্র বিতরণ করা হবে।
Leave a Reply