বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ন
শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থ বাচ্চু বেপারীর ব্যাপক গণসংযোগ
শরীয়তপুর প্রতিনিধি:
আগামী ১৬ জানুয়ারী আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র, ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ বাচ্চু বেপারী তাঁর নির্বাচনী প্রতীক টেবিল ল্যাম্প মার্কাকে বিজয়ী করতে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করে চলছেন। এসময় তাঁর সাথে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডকে আধুনিক ও ডিজিটাল উন্নত নাগরিক সুবিধা সম্বলিত ওয়ার্ডে রূপান্তরিত করতে আমি আবারও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এবারও বিজয়ী হয়ে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করবো। আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। এছাড়াও তার দলীয় নেতা-কর্মী সহ শুভাকাংখীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের অনেকেই বলেন, শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মোঃ বাচ্চু বেপারী ব্যাপক আলোচনায় ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি ও তার পরিবার সকল দূর্যোগে এই ওয়ার্ড বাসীর পাশে থেকেছেন। সবদিক বিবেচনা করে তিনি এবার বিপুল ভোটে নির্বাচিত হবেন। আর তিনি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে উন্নত ও সমৃদ্ধ মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবেন বলেও আমরা বিশ্বাস করি।
Leave a Reply