মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন
উপমন্ত্রী শামীমের নির্দেশে আরশিনগরে আরিফ বেপারীর কম্বল বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্তদের প্রায় ১২০০ পরিবারকে কম্বল দিয়েছেন, আরশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আরিফুর রহমান (আরিফ) বেপারী।
গত কয়েকদিন ধরেই আরশিনগরের সকল ওয়ার্ডে গিয়ে এ কম্বল বিতরণ করছেন তিনি।
এই কার্যক্রমের উদ্বোধন করেন, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক ও কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান প্রমূখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেও করোনাকালে এই ইউনিয়নের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে থেকেছেন তিনি। পাশাপাশি ঈদ সহ বিভিন্ন উৎসবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি।
Leave a Reply