সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:০৮ অপরাহ্ন
শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করছেন ইকবাল হোসেন অপু এমপি
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করেছেন, ইকবাল হোসেন অপু এমপি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল থেকে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার ৪১ জনের মাঝে ১১ লাখ ৮০ টাকার চেক বিতরণ করা হয়।
রবিবার বিকালে শরীয়তপুরের নিজ কার্যালয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি এসব চেক ভূক্তভোগিদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জামাল ফকির, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন প্রমূখ।
Leave a Reply