শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন
নিউইয়র্ক প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ঠা জানুয়ারীর প্রথম প্রহরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশের জাতীয় সংগীত ও সংগঠনের দলীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মাধ্যমে উদযাপন করে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয়, সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সভাপতি জাহিদ হাসান ও সাধারন সম্পাদক আলআমীন আকন,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া, সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ রায়হান, সহ-সভাপতি আহমেদ নূর আবির, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, সাহিদুল হক রাসেল, ফাহিম আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইরফান আহমেদ, মাহফুজ সরদার, সদ্য সাবেক দপ্তর সম্পাদক মৃদুল করিম, জাবেদ মেসবা, সৈকত হাসান, শাহরিয়ার হোসেন রুবেল, সাগর চৌধুরী, অপু খান, শেখ শোভন তাজ, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ, জয় হোসেইন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও শেখ হাসিনার হাত কে আরোও শক্তিশালী করার জন্য অচিরেই যুক্তরাষ্ট্র ছাত্রলীগের কমিটি দেয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্যর প্রতি আহবান জানান।
Leave a Reply